কলেজ বিধি বিধান

কলেজ ছাত্রীদের অনুসরণীয় সংক্ষিপ্ত বিধি :

টিউশন ফি: নির্ধারিত তারিখে টিউশন ফি দিতে হবে। অন্যথায় পরবর্তী মাসে ১০ (দশ) টাকা জরিমানা সহ টিউশন ফি গৃহীত হবে। পূর্ববর্তী মাসের টিউশন ফি'র রশিদ ক্যাশ কাউন্টারে দেখাতে হবে। পর পর দুই মাসের টিউশন ফি বকেয়া হলে নাম কাটা যাবে। পুনরায় ভর্তি হওয়ার জন্য মাসিক টিউশন ফি'র অর্ধেক ও সকল বকেয়া অর্থ দিতে হবে।

জরিমানা : মাসিক পরীক্ষায় অনুপস্থিতি অনুমোদিত না হলে ১ম বার অনুপস্থিতির জন্য প্রতি কোর্স ৫০/- টাকা, ২য় বার অনুপস্থিতির জন্য প্রতি কোর্স ১০০/- টাকা ও ৩য় বার অনুপস্থিতির জন্য প্রতি কোর্স ১৫০/- টাকা জরিমানা ধাযর্্য করা হবে।

কলেজ ইউনিফর্ম : সাদা সালোয়ার, কামিজ (সুতী কাপড়ে হাটু সমান লম্বা হতে হবে) ওড়না (সুতী কাপড়ের) কলেজ প্রদত্ত ডিজাইন অনুসারে প্লেইন কাপড়ে করতে হবে। কলেজ ব্যাজ পড়তে হবে। কোন কারণেই বিনা ইউনিফর্মে শ্রেণী কক্ষে প্রবেশ করা যাবে না।

পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী :  শিক্ষাবর্ষে টার্ম পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা ছাড়াও প্রতি মাসে প্রতি বিষয়ে পরীক্ষা গৃহীত হয়। মাসিক ও টার্ম পরীক্ষায় অর্জিত নম্বর দ্বার ছাত্রীর উচ্চতর শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা নির্ধারণ এবং বোর্ড/বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্যতা নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট শিক্ষকের প্রদত্ত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অর্জিত নম্বর ও উপস্থিতি সম্বলিত রিপোর্ট কার্ড ভারপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়। প্রতি মাসে রিপোর্ট কার্ড সংগ্রহ ও ফেরৎ প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট ছাত্রীর। বোর্ড.বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কলেজের প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশ গ্রহণ করা বাধ্যতামূলক। পরীক্ষায় অনুপস্থিতির জন্য বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট শিক্ষক কতর্ৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

ক্লাসের উপস্থিতি: প্রত্যেক শ্রেণীর সকল ছাত্রী নির্দেশনা, পরামর্শ ও পাঠ্য বিষয়ে পরীক্ষায় অর্জন ও অগ্রগতির তথ্য প্রাপ্তির জন্য একজন ভারপ্রাপ্ত শি্কষকের তত্ত্বাবধানে থাকবে। ক্লাসের অনুপস্থিতির কারণসহ অভিভাবকের পত্র অনুপস্থিতির জন্য ভারপ্রাপ্ত শিক্ষকের নিকট জমাদান করতে হবে এবং অনুপস্থিতি অনুমোদন করা হলে এ অনুমতি পত্র ক্লাসে শিক্ষকের নিকট দিতে হবে। শিক্ষাবর্ষে নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকলে (বোর্ড/বিশ্ববিদ্যালয়) বিধি অনুসারে ব্যবস্থা গৃহীত হবে। নিয়মিত ছাত্রীর জন্য ৭৫% উপস্থিত অবশ্যই থাকতে হবে। কমপক্ষে ৬০ শতাংশ অনুপস্থিতি পর্যন্ত নন কলেজিয়েট হিসাবে বিবেচনা করা হবে। বিধি অনুসারে জরিমানা আদায় করা হবে। (শ্রেণী কক্ষে কোন শিশু, অতিথি ও মোবাইল ফোন নিয়ে কলেজ ছাত্রীদের প্রবেশ নিষিদ্ধ)।

ছুটি:   ক্লাসের ছুটির তালিকা বৎসরের প্রারম্ভে নোটিশ বোর্ডে দেয়া হয়। এ ছাড়া অন্য কোন কারণে ক্লাস বন্ধ ঘোষণা করা হলে তা বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়।